খুবই কম খরচে বানান আকর্ষণীয় ৪ বেডরুমের সুন্দর বাড়ি, রইলো খরচের পরিমাণ সহ বাড়ির ডিজাইন









নিজস্ব প্রতিবেদন: মানুষের প্রাথমিক চাহিদার মধ্যে রয়েছে খাদ্য,বস্ত্র এবং বাসস্থানের চাহিদা। খাদ্য আর বস্ত্র খুব সহজেই সংগ্রহ করা গেলেও বাসস্থানের জন্য কিন্তু মধ্যবিত্ত সাধারণ মানুষকে খুব কষ্ট করতে হয়।। আজকাল অনেকেই তাই রেডিমেড বাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন।
কিন্তু রেডিমেড বাড়িতে কখনোই নিজের মনের মতন আপনারা কিছু পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই নিজের পরিকল্পনার সহ একটু চেষ্টা করলেই বাড়ি তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই বিশেষ প্রতিবেদন টা শুরু করা যাক যেখানে আমরা যার বেডরুমের একটি বাড়ির পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করে নেব।




এই বাড়িটির পরিকল্পনার শুরুতেই রাখা হয়েছে একটি কোচ যা বাড়ির সৌন্দর্য বাড়াতে সাহায্য করবে। এরপর মূল প্রবেশদ্বার দিয়ে আপনারা ঢুকেই পেয়ে যাবেন একটা ড্রয়িং রুম। এর ঠিক দুই দিকেই আপনারা পেয়ে যাবেন দুটো মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট যাতে এটাকে যদি গেস্ট রুম হিসেবেও ব্যবহার করা হয় সে ক্ষেত্রে অতিথিদের যেন কোন অসুবিধা না হয়। ড্রয়িং রুম থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাবেন ডাইনিং রুম সহ সিঁড়ির ঘর। সিঁড়ির ঘরের দুই দিকে আপনারা পেয়ে যাবেন দুটো মাস্টার বেডরুম। এবার ডাইনিং রুমের ঠিক কোনাকুনি আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন এবং আরো একটি কমন টয়লেট।




বাড়িতে অ্যাটাচ টয়লেট থাকলেও কিন্তু কমন টয়লেট তৈরি করতে ভুলে যাবেন না। কারণ কমন টয়লেট তৈরি না করলে কিন্তু বাড়ির সদস্যদের অসুবিধা হতে পারে। সবশেষে বলবো বাড়ির যে দুটো সামনের রুম থাকছে অর্থাৎ দুটো মাস্টার বেডরুম এই দুটো জায়গায় আপনারা কিন্তু রেখে দিতে পারেন এটাচ বারান্দা।
মোটামুটি একতলা এই বাড়িটি তৈরি করতে পরিকল্পনা সহ আপনাদের খরচ পড়বে প্রায় ৩০ লক্ষ টাকার কাছাকাছি। তবে যদি আপনারা মার্বেল ফিনিশিং এবং বিশেষ কোন ইন্টেরিয়র ডেকোরেশন করেন সেক্ষেত্রে খরচের পরিমাণ কিন্তু আরো অনেকটাই বেড়ে যাবে। আমাদের আজকের এই বিশেষ পরিকল্পনাটি কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভিডিও টি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন- https://youtu.be/jKH3sWGWLX4











