কলকাতার খুব কাছেই দারুণ লোকেশনে জলের দামে কিনে ফেলুন জমি, না দেখলে মিস করবেন সুযোগ।









নিজস্ব প্রতিবেদন: জমি হলো মানুষের কাছে এমন একটা জায়গা যেখানে খুব সহজেই নিজেদের স্বপ্নের কাজ শুরু করা যেতে পারে। বসতবাটি হোক অথবা নিজেদের কোন স্বপ্নের প্রজেক্ট কোনটাই কিন্তু পরিমাণ মতো জমি ছাড়া শুরু করা সম্ভব নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠকদের সাথে একটি দুর্দান্ত লোকেশন এর মধ্যে জমির খোঁজ শেয়ার করে নেব। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক। শুরুতেই জানিয়ে রাখি আমাদের আজকের এই লোকেশন হল সোনারপুর।
সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে কমবেশি ৪.৫ কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে তিন কাঠা রেসিডেন্সিয়াল ল্যান্ড। এটি হলো একটি বাউন্ডারি করা শালি জমি। জমিটির পাশেই একটি বারো ফুটের কমন রাস্তা রয়েছে। জমিটির নিকটেই আপনারা বাড়িঘর আর ইলেকট্রিকের সুব্যবস্থা পেয়ে যাবেন।




সস্তায় সুন্দর গ্রামীন পরিবেশে বাড়ি তৈরি করার জন্য একেবারে উপযুক্ত হলো এই জমি। পাঠকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে মাত্র 15 মিনিটে দূরত্বের মধ্যে রয়েছে এই জমিটি। অর্থাৎ যেকোনো গাড়ি বা টোটো অটোতে খুব সহজেই আপনারা জমিতে পৌঁছে যেতে পারবেন।
এবার জমিটির যোগাযোগ ব্যবস্থা সম্পর্কেও একটু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। এখান থেকে খুব সামান্য দূরত্বের মধ্যে আপনারা পেয়ে যাবেন গড়িয়া রেলওয়ে স্টেশন। পাশাপাশি কম-বেশি ২২ মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কবি সুভাষ মেট্রো স্টেশন।
পাশাপাশি এখানে একেবারে হাতের নাগালের মধ্যেই রয়েছে ব্যাংক, এটিএম, গঙ্গাজোয়ারা বাজার, নয়াবাদ স্কুল , নার্সিং হোম এবং অটোস্ট্যান্ড। সমস্ত দিক বিবেচনা করে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে চার লক্ষ টাকা প্রতি কাটা অর্থাৎ সবমিলিয়ে ১২ লক্ষ টাকা। আপনারা যারা জমি কিনতে আগ্রহী রয়েছেন নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলতে পারেন।
contact : 9073145145.











