হালকা ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের সোনার চেনের ১০টি অসাধারণ কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু সোনার গয়না পরিধান করতে অত্যন্ত পছন্দ করে থাকেন। তবে মূল্যবৃদ্ধির বাজারে আজকাল কিন্তু খুব একটা ভারী ডিজাইনের গহনা তৈরি করা সম্ভব হয় না। কিন্তু উপহার অথবা অন্যান্য বিশেষ দিনের জন্য সোনার গহনা আবার না নিলেই নয়। আজকের এই বিশেষ প্রতিবেদনে কিছু লেটেস্ট ডিজাইনের সোনার চেনের কালেকশন আপনাদের দেখাবো যেগুলো খুব সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে।। ভালো লাগলে অবশ্যই নিজেদের পছন্দের ডিজাইন স্ক্রিনশট করে রাখতে ভুলবেন না।
১) প্রতিবেদনের শুরুতেই একটা হাই পলিশ এর সাথে অল্টারনেটিভ কাজ করা চেইন দেখাতে চলেছি যেটা উপহার হিসেবে কাজে লাগানো যেতে পারে। বিবাহিত মহিলারা এই ধরনের চেইন পরতে পারেন।
২) দ্বিতীয় যে চেইন দেখতে চলেছেন সেটা অনেকটা দড়ির মতন কাজে তৈরি করা হয়েছে। যারা রেগুলার ইউজের জন্য একটু ঘন ডিজাইন নিতে চান এটা ট্রাই করে দেখতে পারেন।




৩) এবার ওভাল শেপের সাথে বলের ডিজাইনে কাজ করা একটা চেইন দেখাতে চলেছি যেটাও অকেশন পারপাস ব্যবহার করা যেতে পারে।
৪) সিম্পল ডিজাইন এর মধ্যে গ্লসি ফিনিশিং এর একটা চেন দেখাবো। এটা কিন্তু রেগুলার ইউজের জন্য অথবা ছোটখাটো উপহারের জন্য ভালো।
৫) আমাদের এই প্রতিবেদনের পাঁচ নম্বরে আপনারা একটা বল চেইন দেখতে চলেছেন যেটার অল ওভার বডিতে ছোট ছোট কাজ করা রয়েছে। এটাও কিন্তু গিফট দেওয়ার জন্য খুব সুন্দর একটা ডিজাইন।




৬) এবার যে চেনটা দেখতে চলেছেন সেটা ছোট ছোট রিং এর মধ্যে অল্টারনেটিভ ভাবে মোটরদানের মতো বলের কাজে তৈরি করা হয়েছে। বিবাহিতা মহিলারা এ ধরনের ডিজাইন সাধারণত পড়তে খুব পছন্দ করেন।
৭) এবার যে চেইনটা দেখাতে চলেছি সেটা অনেকটাই ইউনিক ডিজাইন এ তৈরি করা হয়েছে। উপহার দেওয়ার জন্য অথবা বিয়ের দিন নেকলেসের সাথে এই ধরনের একটা কালেকশন ট্রাই করতে পারেন।




৮) এবার যে চেইনটা আপনারা দেখতে চলেছেন সেটা তিনটে বলের ডিজাইনে একেবারে সরু কালেকশন এর উপর তৈরি করা হয়েছে।
৯) নীল রঙের মিনাকারি কাজের উপর এবারের চেনের ডিজাইন টা তৈরি করা হয়েছে। ছোটখাটো উপহার হিসেবে এটা একটা ভালো কালেকশন।
১০) আমাদের প্রতিবেদনের শেষ কালেকশনে চলে এসেছি। এখানে সবুজ রঙের মিনাকারি কাজের উপর একটা বল চেনের ডিজাইন আপনাদের দেখাবো। এটাও কিন্তু রেগুলার ইউজের জন্য অথবা অকেশন পারপাস এর জন্য একটা পারফেক্ট ডিজাইন।











