খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের সোনার আংটির ১০টি আকর্ষণীয় কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে বরাবর থেকেই মহিলাদের কিন্তু এক প্রকার আলাদা আবেগের সম্পর্ক রয়েছে। বিশেষ করে এমন কিছু মানুষ রয়েছেন যারা উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে যে কোন বিশেষ দিনেই সোনার গহনা কিনতে কিন্তু অত্যন্ত পছন্দ করে থাকেন।। আজকের এই বিশেষ প্রতিবেদনের তাই বিয়ের সিজন স্পেশাল কিছু লেটেস্ট ডিজাইনের আংটির কালেকশন আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।
১) প্রতিবেদনের শুরুতেই আমরা একটি লম্বাটে ধরনের ফ্লাওয়ার মোটিভের কাজ করা আংটি আপনাদের দেখাতে চলেছি। এই ধরনের একটা ম্যাট ফিনিশিং সহ চওড়া ডিজাইন বিয়ের দিনের জন্য কিন্তু একেবারে আদর্শ।




২) এবার দ্বিতীয় ডিজাইন টা হিসেবে একটা ফ্লাওয়ার মোটিভের কাজ করা আংটি আপনাদের দেখাবো যেটা উপহার হিসেবে যেমন আপনারা দিতে পারেন ঠিক তেমন ভাবেই কিন্তু এনগেজমেন্ট এর দিনের জন্যও ব্যবহার করতে পারেন।
৩) দুমুখী পাতার ডিজাইনের তৈরি একটি বিশেষ আংটির ডিজাইন আপনাদের দেখাতে চলেছি যেটা বিয়ের দিন নববধূরা হাতে পরিধান করতে পারেন।। ম্যাট ফিনিশিং এর উপরে ঝিলকাটা কাজের কম্বিনেশনে এটাকে তৈরি করা হয়েছে।
৪) ফ্লাওয়ার ডিজাইনের সাথে পাতার কাজ করা এই আংটির কালেকশনটাও আপনাদের ভালো লাগতে পারে। এটাও কিন্তু একটা ব্রাইডাল কালেকশন।




৫) এবার ফ্লাওয়ার মতিভের উপর একটা স্টোন স্টারটেড ডিজাইন আপনাদের দেখাতে চলেছি যেটা গিফটের জন্য একেবারে আদর্শ। কম বয়সী মেয়েদের হাতে এই ডিজাইন টা কিন্তু দারুন মানাবে।
৬) পাতার সাথে সূক্ষ্ম তারের কাজ করা এই কালেকশনটা আপনারা বেশ পছন্দ করতে পারেন। রেগুলার ইউজের জন্য আজকাল অনেকেই কিন্তু এই ধরনের ডিজাইন পরিধান করে থাকেন।




৭) স্টোন বসানো একটা ডিজাইন এবার আপনাদের সাথে শেয়ার করে দেব যেটা যেকোনো অকেশন পারপাস ব্যবহার করা যেতে পারে। এটাও রেগুলার ইউজ এর জন্য একটা ভালো কালেকশন।
৮) ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে তৈরি একটা সলিড পলিশের আংটি এবার আপনাদের দেখাতে চলেছি যেটার উপরে খুব সুন্দর ভাবে কাজ ফুটিয়ে তোলা হয়েছে।




৯) সম্পূর্ণ পাতার ডিজাইনের উপরে ঝিলেকাটা কাজে তৈরি এই আংটিটাও কিন্তু বিয়ের দিনের জন্য আপনারা ট্রাই করে দেখতে পারেন। কমবেশি সকলেরই এই ডিজাইনটা কিন্তু পছন্দ হবে।
১০) পাতার ডিজাইনের উপর মিনাকারি কাজ আর বালি ফস্টিং এ তৈরি আমাদের প্রতিবেদনের এই সর্বশেষ কালেকশনটাও আপনাদের ভালো লাগতে পারে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।











