খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের সোনার লেটেস্ট চোকার নেকলেসের ১০ টি দুর্দান্ত কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার গহনার সাথে বরাবর থেকেই মহিলাদের একপ্রকার আবেগের সম্পর্ক রয়েছে। লক্ষ্য করে দেখবেন বিয়ের সিজনে এর চাহিদা থাকে সর্বাধিক। বর্তমানে যেহেতু বিয়ের সিজন চলছে তাই সেই উপলক্ষে লেটেস্ট কিছু ডিজাইনের চোকার নেকলেসের কালেকশন আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন তাহলে দেরি না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।

১) প্রতিবেদনের শুরুতেই ফ্লাওয়ার মোটিভের সাথে চেনের কাজ করা একটা চোকার নেকলেস আপনাদের দেখাবো‌। এটার উপরে খুব সুন্দর ভাবে ম্যাট ফিনিশিং করা হয়েছে।

২) এবার যে দ্বিতীয় ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ কল্কার নকশাই তৈরি করা হয়েছে এবং গায়ে হলুদের জন্য পড়তে গেলে একেবারে আদর্শ। ১৫,৭০০ টাকায় এটা পেয়ে যাবেন।

৩) ময়ূর ডিজাইন এর মধ্যে সূক্ষ্ম তারের কাজ করা একটা নেকলেস এবার দেখাবো যেটার উপরে ঝিলে কাটা কাজ খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রিসেপশনের দিন হালকা গহনা হিসেবে এটা দেখতে পারেন যার দাম পড়বে ২১৯০০ টাকা।

৪) ফ্লাওয়ার মোটিভের সাথে বরফি কাটিংয়ে এই নেকলেস টা তৈরি করা হয়েছে। খুবই হালকা ওজনের মধ্যে এটা তৈরি যার দাম পড়বে ১৯ হাজার টাকা।

৫) ফ্লাওয়ার মোটিভের সাথে কলকার নকশার পাশাপাশি সরু তারের কাজ করা হয়েছে এটার মধ্যে।২৪,০৫০ টাকা এটার দাম পড়বে।

৬) হাঁসুলি ডিজাইনের মধ্যে পাতার কাজ করা এই নেকলেস তাও আপনারা বিয়ের দিনের জন্য দেখতে পারেন। ঝিলে কাটা কাজ এটাতে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ২৮ হাজার ৪৫০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৭) ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে কলকা আর হার্টের ডিজাইনে কাজ করা এই নেকলেস টাও আপনারা ট্রাই করে দেখতে পারেন। যেকোনো অকেশনে এটা মানাবে। ১৭৭০০ টাকা এটার আনুমানিক মূল্য।

৮) এবার যে নেকলেসটা আপনারা দেখতে চলেছেন সেটাকে একেবারে ইউনিক কালেকশন বলা যায়। একদিকে ফুল এবং অন্যদিকে পাতার ডিজাইনে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। ২৫ হাজার ৫৫০ টাকা এই কালেকশন টার আনুমানিক মূল্য।

৯) ফ্লাওয়ার ডিজাইনের সাথে ছোট ছোট ঝালরের কাজ করে এই কালেকশনটা ফুটিয়ে তোলা হয়েছে। এটাও একটা ইউনিক কালেকশন বলা যায়। ২০ হাজার টাকার আশেপাশে এটার দাম পড়বে।

১০) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে যেটা ছোট থেকে বড় রিং এর ডিজাইনের সাথে পাতার কম্বিনেশন এ ফুটিয়ে তোলা হয়েছে। ২১,৫৫০ টাকার মধ্যেই এই কালেকশনটা আপনারা তৈরি করে নিতে পারবেন।

Back to top button