খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের সোনার কানের দুলের ১০ টি দুর্দান্ত কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: মহিলাদের সবথেকে পছন্দের গহনার তালিকায় একেবারে প্রথমের শাড়িতেই রয়েছে বিভিন্ন ডিজাইনার কানের দুল। সেটা যদি সোনার তৈরি হয় তাহলে তো আর আলাদা করে কিছুই বলার নেই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠকদের উদ্দেশ্যে, তাই কিছু লেটেস্ট ডিজাইনের কানের দুলের কালেকশন শেয়ার করে নেব।
১) একদম প্রথমেই আপনারা যে কালেকশনটা দেখবেন সেটা কলকার নকশাই তৈরি করা হয়েছে। ৯০০০ টাকার মধ্যেই সুন্দর কম্বিনেশনের ডিজাইন টা আপনারা পেয়ে যাবেন।
২) দ্বিতীয় যে ডিজাইনটা তৈরি করা হয়েছে সেটা হার্ট শেপে ঝুমকোর কাজে তৈরি করা হয়েছে। ২৩ হাজার টাকা এই কালেকশন টার দাম পড়বে।




৩) এবার ত্রিভুজের ডিজাইনের সাথে বরফি কাটিংয়ে কাজ করা একটা কালেকশন আপনাদের দেখাতে চলেছি। ৬০০০ টাকার মধ্যেই এই ডিজাইনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন।
৪) এবার একটা পাতা ডিজাইনের কানের দুল আপনাদের দেখাবো যেটার সাথে চেনের কাজ করা হয়েছে । ৭০০০ টাকার মধ্যেই এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন।
৫)ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে চেন আর বল দিয়ে কাজ করা এই কালেকশনটাও আপনাদের ভালো লাগতে পারে। ১৬০০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।




৬) এবার যে ডিজাইনটা আপনাদের দেখাবো সেটা ম্যাট ফিনিশিং এর সাথে ঝিলেকাটা কাজের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। ৮ হাজার টাকার মধ্যেই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।
৭) এবার ফ্লাওয়ার মোটিভের সাথে চ্যানেল কাজ করা আরো একটা ডিজাইন আপনাদের দেখাতে চলেছি যেটার দাম ৭০০০ টাকা। রেগুলার ইউজের জন্য এটা ট্রাই করতে পারেন।




৮) ফ্লাওয়ার মোটিভের উপর ঝিলে কাটা কাজ করা একটা কানপাশা আপনাদের দেখাতে চলেছি। বিবাহিতা মহিলারা এই ধরনের ডিজাইন রেগুলার ইউজের জন্য ক্যারি করতে পারেন। ১১ হাজার টাকা এটার আনুমানিক মূল্য।
৯) বরফি কাটিং এর মধ্যে চেইনের কাজ করা এই ডিজাইন টাও আপনাদের পছন্দ হতে পারে। ৭০০০ টাকার মধ্যেই কালেকশন টা পেয়ে যাবেন।
১০) পাতা ডিজাইনের একটা টপ এবার আপনাদের দেখাবো। এটার উপরেও ধারার ছড়ার মতন ঝিলে কাটা কাজ করা হয়েছে এবং দাম পড়বে ১০ হাজার টাকা।











