খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ১০ টি সোনার বালার কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: মহিলাদের কাছে সব থেকে পছন্দের যদি কিছু থেকে থাকে তা হল গয়না। ৮ থেকে ৮০ সকল বয়সের মেয়েরাই‌ কিন্তু বিভিন্ন গহনা পরিধান করতে খুবই পছন্দ করে থাকেন। বিভিন্ন গহনার মধ্যে সবথেকে প্রিয় হল সোনা। সত্যি কথা বলতে গেলে এই সোনা প্রিয় হওয়ার পেছনে কিন্তু একটি কারণ নেই রয়েছে একাধিক কারণ। বিভিন্ন উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ কোন দিন সবকিছুতেই চলে সোনার ব্যবহার।

আজ আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র 6 গ্রাম থেকে শুরু কিছু দুর্দান্ত ডিজাইনের সোনার বালার কালেকশন। প্রত্যেকটা কালেকশন কিন্তু পাঠকদের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাই যদি আপনাদের প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিতে ভুলবেন না।

১) আজকের এই প্রতিবেদনের শুরুতেই আমরা আপনাদের একটি গ্লাস বালার ডিজাইন দেখাচ্ছি যার মধ্যে বলের কাজ করা রয়েছে। ম্যাট এবং ঝিলের উপর এই ডিজাইন টা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। এককথায় এটাকে গোলাপ বালার ডিজাইন বলা যেতে পারে। আনুমানিক দাম পড়বে ৫৯,৫৬০ টাকা।

২) দ্বিতীয় যে বালার ডিজাইনটি আপনারা দেখতে চলেছেন তাতে দুরকমের নকশা করা রয়েছে। খুব হালকা ওজনের মধ্যে এই বালা দুটো আপনারা পাবেন। দাম পড়বে ৩০ হাজার ৩৭৫ টাকা।

৩) আবারো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দুমুখী বালার একটি কালেকশন। ঝিলে এবং ম্যাটের উপরে মাঝখানে এটার ডিজাইন করা রয়েছে।৪৯,২৮০ টাকা এই বালার এক পিস এর দাম পড়বে।

৪) আমাদের প্রতিবেদনের চার নম্বরেও যে বলাটি আপনারা দেখতে চলেছেন তার মধ্যে খাজকাটা আর নকশার ডিজাইন করা রয়েছে। হাই পলিশের ডিজাইন থাকার কারণে বালাটি খুব সুন্দর ফুটেছে। ৩১,৬২৫ টাকা এটার দাম পড়বে।

৫) রুলির উপরে এই বালাটির কাজ করা রয়েছে। এছাড়াও এর মধ্যে রয়েছে ম্যাট পলিশ আর ঝিলের কাজ। আপনাদের হাতে কিন্তু এই ডিজাইনটি খুব সুন্দর মানাবে। ৩৮,২০০ টাকার মধ্যে এই কালেকশন আপনারা পেয়ে যাবেন।

৬) এবার যে কালেকশনটি আপনারা দেখতে চলেছেন সেই বালাটির মধ্যে গ্লাসমুখ এবং বলের মতন মুখের ডিজাইন রয়েছে। ভীষণ গ্লসি এই কালেকশন টির দাম পড়বে ৩৮,২৭০ টাকা।

৭) এই বালাটির ডিজাইনের মধ্যে দু’রকমের রুলির কাজ করা রয়েছে। কিছুটা ম্যাট পলিশ আর কিছুটা হাই পলিশ এর কাজও আপনারা দেখতে পাবেন নিখুঁতভাবে।৩৩,১৮০ টাকা আপনাকে খরচ করতে হবে এই বালাটি তৈরি করার জন্য।

৮) এবারে যে কালেকশনটি আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ বিভিন্ন ধরনের নকশার উপর তৈরি করা হয়েছে। বরফি থেকে শুরু করে অনেক ধরনের ডিজাইন আপনারা এর উপরে ম্যাট ফিনিশিংয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। কালেকশন টির আনুমানিক দাম পড়বে ৪০,৬০০ টাকা।

৯) এবারে যে কালেকশনটি আপনারা দেখতে চলেছেন সেটাতে বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে যার দরুন বালাটি দেখতে কিন্তু খুব ইউনিক লাগছে। এটাতেও ঝিলে কাটা কাজ খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দাম পড়বে ৩৬ হাজার ৯০০ টাকা।

১০) আমরা চলে এসেছি আজকের প্রতিবেদনের একেবারে শেষ কালেকশনে। দানার উপর এখানে কাটা কাটা ডিজাইন করা রয়েছে। এটার উপরে খুব সুন্দর ঝিলে কাটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে অন্য ডিজাইনগুলোর মতই। দাম পড়বে ৩১,৬২৫ টাকা।

S.B JEWELLERS.
BRANCH – KADAMTALA
143/1/A,NARASINGHA DUTTA ROAD.
KADAMTALA, HOWRAH 711101
LANDMARK: NEAR KADAMTALA BUS STAND
CONTACT : 6291814118..

Back to top button