একদম হালকা ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ১০টি নোয়া বাঁধানোর কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু সময় ধরেই জমিয়ে চলছে বিয়ের সিজন। গহনার দোকানগুলোতে একটু নজর রাখলেই বুঝতে পারবেন এই সময়ে সোনার ঠিক কতখানি চাহিদা রয়েছে। সত্যি কথা বলতে গেলে সোনা যে শুধুমাত্র মহিলাদের আবেগ এমনটাই কিন্তু নয়, অনেকেই কিন্তু ইনভেসমেন্ট এর জন্যেও সোনার তৈরি গয়না বানিয়ে থাকেন।

আজ আমরা পাঠক বন্ধুদের কাছে কিছু লেটেস্ট ডিজাইনের নোয়া বাঁধানোর কলেকশন দেখাবো। রেগুলার ইউজ থেকে শুরু করে অকেশন পারপাস এর সমস্ত ধরনের কিছু কালেকশন আপনারা এর মধ্যে পেয়ে যাবেন। যারা সম্প্রতি গহনা তৈরি করার কথা ভাবছিলেন তারা অবশ্যই ডিজাইনের জন্য কিন্তু এই প্রতিবেদনটা ফলো করতে পারেন।

১) আজকের এই প্রতিবেদনের শুরুতেই আমরা যে নোয়া ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি সেটার মধ্যবর্তী স্থানে একটা খুব সুন্দর ফুলের কাজ রয়েছে এবং ধারে একটা সুন্দর নকশা করা রয়েছে। নোয়াটির ওজন সম্পর্কে জানলে কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বডিতে খুব সুন্দর এক ধরনের কল্কে দিয়ে ডিজাইন করা রয়েছে। মাত্র সাড়ে ৩ গ্রাম ওজনের এই নোয়াটির দাম পড়বে ২১ হাজার ১০০ টাকার কাছাকাছি।

২) দ্বিতীয় যে ডিজাইনটি আপনারা দেখতে চলেছেন সেটাতে খুব সুন্দর শঙ্খ আকৃতি একটা প্যাটার্ন তৈরি করা রয়েছে। মাঝখানে বলের মধ্যে খুব সুন্দর ঝিলে কাটা কাজ করা রয়েছে। সম্পূর্ণ বডিতে আগের মতই এক ধরনের কলকা ডিজাইন করা রয়েছে। চার গ্রামের থেকে সামান্য বেশি এই নোয়াটির দাম পড়বে ২৪ হাজার ৫০০ টাকা।

৩) এবারে ডিজাইনটি আপনারা দেখছেন সেটাতে খুব সুন্দর এক ধরনের নকশা করা রয়েছে মুখের কাছে। সূক্ষ্ম তারের একটা কাজ করা রয়েছে এই কালেকশনটির মধ্যে। বডিতে ফ্লিপ টাইপসের একটা কাজ করা রয়েছে। ২৬ হাজার ৫০০ টাকার মধ্যে এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন।

৪) আজকের এই তালিকায় চতুর্থ স্থানে আমরা আপনাদের যে নোয়াটি দেখাতে চলেছি, সেটাকে কিন্তু আপনারা ব্রাইডাল কালেকশন হিসেবেও গ্রহণ করতে পারেন। এস টাইপের ডিজাইন করা রয়েছে এই নোয়াটির মধ্যে। সামনে থেকে শুরু করে গোটা নোয়াটার বডিতে যে ঝিলেকাটা কাজ করা রয়েছে সেটাও কিন্তু বেশ আকর্ষণীয়। নববধূদের হাতে এই কালেকশনটি কিন্তু দারুণ মানাবে। ২৭ হাজার টাকার মধ্যে আপনারা এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন।

৫) এবারে যে ডিজাইনটি আপনারা দেখতে পারছেন সেটাতে খুব সুন্দর একটা ফ্লাওয়ার শেপ করা রয়েছে মধ্যিখানে। আর ফুলের চারপাশে খুব সুন্দর একটা জালি জালি ধরনের ডিজাইন করা রয়েছে। বডিতে খুব সুন্দর একটা কলকা ডিজাইন করা রয়েছে। ২৭৮০০ টাকার মধ্যে আপনারা এই ডিজাইন টা তৈরি করে নিতে পারবেন।

৬) এবার যে কালেকশনটি আপনারা দেখতে চলেছেন সেটা খুব সুন্দর থ্রিডি টাইপের একটা ডিজাইন রয়েছে। বডিতে খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং আপনারা পেয়ে যাবেন। ৩৩ হাজার ৮০০ টাকার মধ্যে আপনারা এই কালেকশনটা কিন্তু সহজেই পেয়ে যাবেন।

৭) এবার যে নোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন সেটার মুখের কাছের কাজটি কিন্তু কমবেশি সকলেরই পছন্দ হবে। সুন্দর গ্লসি ঝিলেকাটা কাজ করা রয়েছে নোয়াটির গায়ে। ৩১ হাজার টাকার মধ্যে আপনারা সহজেই এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন।

৮) এবার যে ডিজাইনটি আপনারা দেখতে চলেছেন সেটা খুব সুন্দর একটা চওড়া পাতের উপর করা রয়েছে। আগের ডিজাইন গুলির মতন এই নোয়াটিতেও বডিতে খুব সুন্দর কলকা আঁকা রয়েছে। এই কালেকশনটি কিন্তু আপনাদের কাছে একটা অনবদ্য ডিজাইন হিসেবে বিবেচিত হতে পারে। মোটামুটি ৩৪ হাজার টাকা আপনাদের এই ডিজাইনটি তৈরি করার জন্য খরচ করতে হবে।

৯) এবার যে ডিজাইনটি আপনারা দেখতে চলেছেন সেটা কিন্তু বেশ শক্তপোক্ত ভারী একটা ডিজাইন। টা ময়ূর আকৃতির কাজ করা রয়েছে এটির মুখের কাছে। বডিতে খুব সুন্দর একটা প্যাঁচানো কাজ করা রয়েছে।।৩৫ হাজার টাকার মধ্যে আপনারা খুব সহজেই এই ডিজাইনটা বানিয়ে ফেলতে পারবেন।

১০) এবার যে ডিজাইনটি আপনারা দেখছেন সেটার একধারে অনেকটা গদার মতন ডিজাইন রয়েছে। অন্যদিকে একটু ফাঁকা ডিজাইন রয়েছে।৩৫ হাজার ৫০০ টাকার মধ্যে আপনারা এই ডিজাইনটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।

B.C jewellers.
118, Bepin bihari Ganguly Street, Bowbazar.
Landmark : Near bank of india.
Kolkata, West Bengal 700012.
Contact – 7439311270..

Back to top button