একেবারে হালকা ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ১০ টি ব্রাইডাল সীতাহারের কালেকশন দেখে নিন।

নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে বরাবর থেকেই কিন্তু মহিলাদের একপ্রকার আত্মিক যোগাযোগ রয়েছে। বিয়ের সিজনে সোনার গয়নার চাহিদা কমবেশি প্রচুর পরিমাণে বেড়ে গিয়ে থাকে। আজ আমরা কিছু ব্রাইডাল সীতাহারের কালেকশন আপনাদের দেখাবো যেগুলো বিয়ের দিন নববধূ পরিধান করলে দুর্দান্ত দেখতে লাগবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনের কালেকশন গুলো দেখে নেওয়া যাক।

ব্রাইডাল সীতাহারের কিছু দুর্দান্ত কালেকশন:

১)প্রথমেই যে ডিজাইনটা আপনাদের দেখাবো সেটা খুবই হালকা ওজনের মধ্যে কলকার নকশয় তৈরি করা হয়েছে। যেকোনো হালকা চোকারের সাথে আপনারা এটা পরিধান করতে পারেন। ৫৮ হাজার ৪০০ টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।

২) এবার যে ডিজাইন টা দেখতে চলেছেন সেটাও হুবহু প্রথমটার মতোই তৈরি করা হয়েছে তবে শুধুমাত্র এর উপরের নকশা একটু আলাদা। মোটামুটি দশ গ্রামের মধ্যেই আপনারা এই চোকার টা পেয়ে যাবেন।৬০,৩০০ টাকা এই কালেকশনটার আনুমানিক মূল্য। এটার উপরে খুব সুন্দর ভাবে ঝিলে কাটা কাজ আর ঝালরের ডিজাইন করা হয়েছে।

৩) এবার আই এর ডিজাইনের মধ্যে ঝিলে কাটা কাজ করা একটা কালেকশন আপনাদের দেখাতে চলেছি। খুব সুন্দর ভাবে এটার উপরেও কারুকার্য করা হয়েছে। ৫০,২০০ টাকা এই কালেকশন টার আনুমানিক মূল্য।

৪) এবার যে কালেকশনটা আপনারা দেখছেন সেটাতে খুব সুন্দর ভাবে কলকার নকশার পাশাপাশি তারের কাজ আর ঝিলে কাটা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।৫০,৮০০ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন তৈরি করে নিতে পারবেন।

৫) কলকার নকশার মধ্যে ঝিলে কাটা কাজ আর ড্রপের ডিজাইনে এই সীতাহারটা ও তৈরি করা হয়েছে। ৫২,২০০ টাকা এই অসাধারণ ডিজাইন টার দাম পড়বে। মোটামুটি ১৮ থেকে ২২ ইঞ্চির মধ্যে এগুলোর দৈর্ঘ্য থাকছে।

৬) এবার যে সীতাহারটি আপনারা দেখতে চলেছেন সেটার মাঝ বরাবর একটা বিস্কুটের মতন কাজ এবং চারদিকে খুব সুন্দর ভাবে ঝিলে কাটা কাজ করে ট্র্যাডিশনাল ওয়ার্ক করা হয়েছে।৪৭,৯০০ টাকা এই ডিজাইনটার আনুমানিক মূল্য।

৭) এবারও যে ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটাও খুব সুন্দর একটা টাচ আপে তৈরি করা হয়েছে। কণ্ঠনালী বরাবর একটা বিস্কুটের ডিজাইন এবং তার চারদিকে সুন্দরভাবে কলকার নকশায় এই সীতাহার টা তুলে ধরা হয়েছে।৬০,৮০০ টাকার মধ্যে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।

৮) একটা হাফ সার্কেল ডিজাইন এবং তার চারপাশে কলকার কাজ করা সীতাহার এবার আপনাদের দেখাবো। এটাও কিন্তু ভীষণ হালকা ওজনের মধ্যে তৈরি করা হয়েছে।৬৫,৮০০ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন বানাতে পারবেন।

৯) এবার যে সীতাহার টা আপনারা দেখছেন তার দুই ধারে অনেকটা পাতার মতন কাজ এবং কণ্ঠনালী বরাবর একটা চোখের ডিজাইনের উপর কাটিংয়ের কাজ করা হয়েছে। ৫৭৫০০ টাকার মধ্যে এই ধরনের একটা দুর্দান্ত ডিজাইন আপনারা পেয়ে যাবেন।

১০) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে। বেশ ঠাসা ওয়ার্কের মধ্যে ত্রিভুজের ডিজাইন এবং নিচের অংশে ড্রপের কাজ করে এই সীতাহারটা তৈরি করা হয়েছে। বিয়ের দিন এই ধরনের একটা কালেকশন পড়লে কিন্তু দেখতে দারুণ লাগবে।৪৯,৬০০ টাকা এই সুন্দর কালেকশন টার দাম পড়বে।

RUDDRA GOLD JEWELLERS
207,Bipin Bihari Ganguly Street, Kolkata—700012.
Contact – 7003223784.

Back to top button