খুবই কম ওজনের মধ্যে ১১ টি লেটেস্ট শাখা বাধানোর কালেকশন দেখে নিন









নিজস্ব প্রতিবেদন: গহনার সাথে মানুষের বরাবর থেকেই একপ্রকার আলাদা সম্পর্ক রয়েছে বলা যায়। বিশেষ করে কোন উৎসব অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের সিজনে গহনার দোকানেই কিন্তু ভিড় জমিয়ে থাকেন সাধারণ মানুষ। আজকাল অনেকেই নানান রকমের ট্রেন্ডিং জুয়েলারি তৈরি করছেন। এই সমস্ত জুয়েলারির মধ্যেই রয়েছে বিভিন্ন ডিজাইনার শাখা আর পলা বাঁধানো। পলা বাঁধানোর বহু কালেকশন আমরা এর আগে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আজ দেখাবো কিছু কম ওজনের মধ্যে লেটেস্ট শাখা বাধানোর ডিজাইন।
১) প্রতিবেদনের শুরুতেই আপনারা যে শাখা বাধানোটি দেখছেন সেটা রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট।এর থেকে কমে আর শাখা বাধানো তৈরি করা সম্ভব নয়। সম্পূর্ণ শাখার উপর তারের ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে। ১২৫০০ টাকার মধ্যে এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।
২) এবার যে শাখাটি আপনারা দেখছেন সেটাতে অল ওভার চ্যানেলের কাজ করা রয়েছে। অনেকে এই ধরনের শাখাকে পাত শাখাও বলে থাকে। রেগুলার ইউজের জন্য এই ধরনের ডিজাইন ও কিন্তু খুবই ভালো। মোটামুটি ১৮ হাজার টাকা এই কালেকশন টার দাম পড়বে।




৩) তৃতীয় যে ডিজাইন টা দেখতে চলেছেন সেটাও পাতের ডিজাইনেই তৈরি করা হয়েছে। ম্যাট ফিনিশিং এর উপর এই ধরনের ঝিলে কাটা কাজ চট করে দেখা যায় না। মোটামুটি ১৮ হাজার টাকার মধ্যে এই কালেকশনটাও আপনারা পেয়ে যেতে পারেন।
৪) এবার যে ডিজাইনটা আপনারা দেখছেন সেটার ডবল চ্যানেলের উপর তৈরি করা হয়েছে। একটু ইউনিক কালেকশন নিতে চাইলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আনুমানিক এই কালেকশন টার দাম পড়বে ২৩ হাজার টাকা।




৫) এবার আপনাদের একটি কারগিল শাখা দেখাবো যেটার উপরে বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে। ফ্রস্টিং এর উপর ঝিলে কাটা কাজ এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। মোটামুটি ২৬ থেকে ২৭ হাজার টাকায় এগুলো আপনারা পেয়ে যাবেন।
৬) এবার যে ডিজাইনটি দেখছেন সেটাতে চ্যানেলের কাজের পাশাপাশি দু ধরনের অল্টারনেটিভ নকশা করা রয়েছে। মোটামুটি ২৬ হাজার টাকার মধ্যে এটাও আপনারা পেয়ে যাবেন।
৭) এবার যে শাঁখা বাঁধানো টি দেখছেন সেখানে বিভিন্ন ধরনের নকশার পাশাপাশি হাটসেপে এবং চ্যানেলের ডিজাইন করা রয়েছে। মোটামুটি ২৪ হাজার ৫০০ টাকা এটার দাম পড়বে।




৮) পাতার কাজ করা এবং তার সাথে ম্যাট ফিনিশিং ও ঝিলে কাটা কাজের কম্বিনেশনে এই শাখাটি তৈরি করা হয়েছে। আনুমানিক দাম হবে ২৫ হাজার টাকা।
৯) চওড়া ডিজাইন এর মধ্যে শাখা বাধানো নিতে চাইলে অবশ্যই এই সুন্দর ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন। এটাতেও ঝিলে কাটা কাজ করা রয়েছে এবং পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের নকশা। ৩১ হাজার টাকা এই কালেকশন টার দাম পড়বে।




১০) সরু পাতের পাশাপাশি সার্কুলার ডিজাইন এবং ত্রিভুজের মতো নকশায় এই শাখা বাধানো তৈরি করা হয়েছে। মোটামুটি ৩০ হাজার টাকায় এই ডিজাইন টা পেয়ে যাবেন।
১১) এবার যে শাঁখা বাঁধানো টি আপনারা সর্বশেষ ডিজাইন হিসেবে দেখছেন সেটার মধ্যে খাঁজকাটা ডিজাইন এর পাশাপাশি রাউন্ড শেপের ছোট ছোট ডিজাইন করা রয়েছে। মোটামুটি ৩০ হাজার টাকার কাছাকাছি এটার দাম পড়বে।











