খুবই কম ওজন ও দামের মধ্যে ১২ টি দুর্দান্ত পলা বাঁধানোর কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন ধরনের গয়না পড়তেই মহিলারা অত্যন্ত পছন্দ করে থাকেন। তবে সোনার প্রতি সকলের রয়েছে একটি আলাদা ভালোবাসা। মূল্যবৃদ্ধির বাজারেও তাই মানুষ নিশ্চিন্তে সোনার গয়নার দোকানগুলোতে ভিড় জমিয়ে থাকেন। যদিও আজকাল আর মানুষকে খুব একটা হেভি জুয়েলারি তৈরি করতে দেখা যায় না। কোন অন্য জিনিসের সাথে সোনার কাজ অথবা কম্বিনেশন করেই বেশি গয়না তৈরি করে থাকেন সকলে।

ঠিক এরকম ভাবেই আজ আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নেব লেটেস্ট কিছু পলা ব্রেসলেট বা পলা বাঁধানোর কালেকশন।। রেগুলার ইউজ থেকে শুরু করে অকেশনে পড়ার জন্য সমস্ত ধরনের ডিজাইন রয়েছে এখানে। আসুন প্রতিবেদনের মূল পর্বে গিয়ে এগুলি দেখে নেওয়া যাক।

১) প্রতিবেদনের শুরুতেই চওড়া ডিজাইনের মধ্যে শাখা আর পলার কম্বিনেশনের তৈরি অত্যন্ত নিখুঁতভাবে চক্রের মতন ট্রেডিশনাল কাজ করা যে পলা বাঁধানোটি আপনাদের দেখাতে চলেছি সেটা এক কথায় দুর্দান্ত। এটা কিন্তু আপনারা সিঙ্গেল পিসও নিতে পারেন। দাম পড়বে ৪৭০০০ টাকা।

২) শাখা আর পলার কম্বিনেশনে তৈরি এই দ্বিতীয় ডিজাইন টাও আপনাদের ভালো লাগতে পারে। বিয়ের জন্য অবশ্যই এই ধরনের ডিজাইন ভীষণ সুন্দর। এই পলাটার উপর কিন্তু বিভিন্ন ধরনের কাটিং এর মত নকশা করে কাজ ফুটিয়ে তোলা হয়েছে। এর সিঙ্গেল পিস এর দাম পড়বে ৪৮,৬০০ টাকা।

৩) সম্পূর্ণ পলার উপরে দুর্দান্ত কল্কার কাজ করা এই ডিজাইনটাও আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। বিয়েতে এই ধরনের ডিজাইন যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু অন্যান্য গয়না আর হাতে খুব বেশি পড়ার দরকার হবে না। এর সিঙ্গেল পিস এর দাম পড়বে ৪৬,১৫০ টাকা।

৪) শাখা আর পলার কম্বিনেশনে চক্রের কাজ করে এই ডিজাইন টাও তৈরি করা হয়েছে। যেকোনো অকেশনের জন্য আপনারা নিতে পারেন।৪৯,৮৬০ ঢাকা আপনাদের এই কালেকশন টার দাম পড়বে।

৫) এবার একটু হালকার উপর পলা বাঁধানো কালেকশন আপনাদের দেখাতে চলেছি। এটার অল ওভার বডিতে পেস্টিংয়ের কাজ করা রয়েছে।২৩,২৬০ টাকার মধ্যে এই পলা বাঁধানো আপনারা পেয়ে যাবেন

৬) এবার যে কালেকশনটি আপনারা দেখছেন সেটার উপর কলকার নকশার পাশাপাশি বরফির ডিজাইন করা রয়েছে। খুবই সুক্ষভাবে কাজটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আনুমানিক দাম হবে ২৮,৩০০ টাকা।

৭) লাল পলার উপরে পেস্টিংয়ের কাজের পাশাপাশি ঝিলে কাটা কাজ করে এই ডিজাইন টা ফুটিয়ে তোলা হয়েছে। এটাও কিন্তু আপনারা বিয়ের দিনের জন্য নিতে পারেন।২৮,৩০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৮) সম্পূর্ণ পলাটির উপর এই ডিজাইনে বক্সের কাজ করা রয়েছে। যে কোন অকেশনের জন্য বা রেগুলার ইউজের জন্যও আপনারা এই ধরনের হেভি ডিজাইন নিতে পারেন।৫০,৮৫০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৯) এবার আপনাদের একটা ফ্লাওয়ার ডিজাইন এর মুখ পলার কাজ দেখাবো। রেগুলার ইউজের জন্য অনেকেই এই ধরনের কাজ নিয়ে থাকেন। সিঙ্গেল পিসের দাম পড়বে ৩০,৯০০ টাকা।

১০) ঠিক একই রকম আরও একটি মুখওয়ালা ডিজাইন আপনারা দেখতে পাবেন যেটার ফ্লাওয়ারের পেটালের কাজটা সামান্য আলাদা। ৩১ হাজার টাকা এই কালেকশন টার দাম পড়বে।

১১) শাখা আর কলার কম্বিনেশনে অল্টারনেটিভ কাজের উপর এই ডিজাইন টা তৈরি করা হয়েছে। এটাও একটা পাতা নকশয় তৈরি করা পেস্টিং এর ডিজাইন। দাম হবে প্রায় ১৪,১৭০ টাকা।

১২) সর্বশেষ কালেকশন হিসেবে আপনারা যে পলা বাঁধানোটি দেখবেন সেটাও পেস্টিং এর ডিজাইনের বিভিন্ন রকমের নকশয় তৈরি করা হয়েছে।২৮,২৭০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

আজ আমরা এই প্রত্যেকটা রেডিমেড কানের দুলের কালেকশন আপনার সাথে শেয়ার করে নিলাম পূরবী জুয়েলার্স থেকে।নিম্নে এই দোকানে ঠিকানা সহ যোগাযোগ নাম্বার উল্লেখ করে দিচ্ছি।
Purabi jewellers
P-159/1,C.I.T Road, scheme VIIM
V.I.P ROAD, ultadanga, kolkata -700054
Contact : 9830942254.

Back to top button