কলকাতার খুব কাছে এই চার বেডরুমের দোতলা বাড়ি দেখে নিন, ভুল করেও হাতছাড়া করবেন না সুযোগ









নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটি জায়গা যেখানে খুব সহজেই কিন্তু সারা দিনের ব্যস্ততার পরে আমরা একটু নিশ্চিত আশ্রয় পেয়ে থাকি। তবে সেই বাড়ি যদি মনের মত না হয় তাহলে কিন্তু আমাদের সকলেরই একটু হলেও সমস্যা লক্ষ্য করা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল কিন্তু মানুষ রেডিমেড বাড়ি কেনার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একটি দুর্দান্ত লোকেশন শেয়ার করে নেব। আমাদের আজকের লোকেশন হল চন্দননগরের হালদারপাড়া। মোটামুটি কলকাতা থেকে খুব কাছেই কিন্তু রয়েছে এই জায়গাটি। তাই যারা বাড়িতে কিনবেন খুব একটা সমস্যার মুখোমুখি হতে হবে না।। এবার আসুন বাড়িটির সম্পর্কে একটু খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক যাতে কোন রকমের সমস্যা না হয়।




বাড়িটি চন্দননগরের হালদারপাড়ায় অবস্থিত। এটি একটি দোতলা বাড়ি যার ভেতরের এবং বাইরের দিকে খুব সুন্দর করে রং করা রয়েছে। বাড়িটির একেবারে গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন একটি বিশাল আকৃতির ডাইনিং রুম, দুটি বেডরুম এবং একটি কিচেন আর বাথরুম। পাশাপাশি ওয়াশিং মেশিন অথবা ফ্রিজ রাখার জন্যও কিন্তু এখানে একটা আলাদা জায়গার মতো করা হয়েছে। ঠিক একই রকম ভাবে বাড়িটির ফার্স্ট ফ্লোর এ আপনারা পেয়ে যাবেন দুটি বেডরুম একটি ডাইনিং রুম এবং একটি বড় সাইজের বাথরুম। খুব সুন্দর ভাবে বেলকানি এবং নিচের বারান্দা সাজানো হয়েছে এখানে।




ছাদ ও যথেষ্ট বড় আপনারা যদি কখনো তিন তলা করতে চান সেক্ষেত্রেও সমস্যা হবে না। সম্পূর্ণ ঘরেই খুব সুন্দর ভাবে মোজাইকের ফিনিশিং করা হয়েছে। কিছু জায়গায় রয়েছে সাধারণ ফ্লোরিং। সমস্ত দিক বিবেচনা করে একেবারে রাস্তার উপরে থাকা এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৭০ লক্ষ টাকা।
বাড়িটির সামনে একটি ১৬ ফুটের চওড়া রাস্তা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু আপনাদের কোন রকমের সমস্যার মুখোমুখি হতে হবে না এ কথা স্পষ্ট বলা যায়। যদি আপনার বাড়িটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। যেকোনো মাঝারি ফ্যামিলির মানুষরা খুব সহজেই এই বাড়িটাই বসবাস করতে পারবেন। বাড়িটির চারপাশে যেহেতু বাউন্ডারি করা রয়েছে তাই আপনাদের কোন রকম সমস্যা হবে না।
Contact : 8240174758(Rajib)











