কোনরকম কাঁচা ধোয়ার ঝামেলা ছাড়াই মাত্র এক টাকা খরচ করে পরিষ্কার করুন কম্বল,জেনে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন: আমাদের প্রত্যেকের বাড়িতেই শীতকালে কিন্তু বিভিন্ন মোটা মোটা কম্বল ব্যবহার করা হয়ে থাকে যেগুলো পরিষ্কার করা খুবই ঝামেলার ব্যাপার। ঝামেলা হলেও পরিষ্কার না করলেও কিন্তু চলবে না। কারণ দীর্ঘদিন পর্যন্ত যদি আপনারা এই কাজটি না করে থাকেন তাহলে কিন্তু প্রচুর ময়লা জীবাণু এই কম্বলের মধ্যে বাসা বাঁধবে যা আমাদের শরীরে চলে আসবে।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনরকম ঝামেলা ছাড়াই একেবারে অল্প সময়ের মধ্যে কম্বল পরিষ্কারের একটি বিশেষ পদ্ধতির শেয়ার করে নেব। এই পদ্ধতিতে কিন্তু আপনাদের কোন অতিরিক্ত অর্থ খরচের ও প্রয়োজন হবে না। চলুন এবার তাহলে কিভাবে পরিষ্কার করবেন সেই পদ্ধতিটা জেনে নেওয়া যাক।

প্রথমেই একটা বড় পাত্র বা বালতির মধ্যে আপনাদের বেশ কিছুটা পরিমাণ গরম জল নিয়ে নিতে হবে। তারপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ ডিটারজেন্ট পাউডার বা সার্ফ। সবসময় একটু ভালো ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার নেওয়ার চেষ্টা করবেন। এবার এই উপকরণ এর সাথে আপনাদের দিয়ে দিতে হবে এক চামচ বেকিং পাউডার এবং যে কোন শ্যাম্পু একটি ছোট পাতা।

আপনারা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিতে পারেন যেটা মাত্র এক টাকাতেই আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন। এবার এই তিনটি উপকরণ একসাথে ভালোভাবে জলের সাথে মিশিয়ে একটা ঘন দ্রবণ তৈরি করে নিতে হবে। তারপর একটা মোটা সুতির কাপড় অথবা টাওয়াল নিয়ে নিন এবং এই দ্রবণের মধ্যে মিশিয়ে ভিজিয়ে নিন। তারপর এই টাওয়ালটা নিয়ে যে কম্বল আপনারা পরিষ্কার করতে চান তার উপরে খুব আলতো করে সমস্ত জায়গায় ভুলিয়ে দ্রবণ টাকে লাগিয়ে নেবেন।।

আর কিছু করার প্রয়োজন হবে না। ফ্যান চালিয়ে অথবা রোদে দিয়ে ভালোভাবে কম্বল শুকিয়ে নিলেই কিন্তু এটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং কোন ময়লা থাকবে না। অন্ততপক্ষে শীতকালীন সময়ে যদি মাসে একবার এরকম ভাবে আপনারা কম্বল পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু আর কোন সমস্যা হবে না। আজকের এই বিশেষ টিপস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না

Back to top button