একেবারে অল্প দামের মধ্যে রাস্তার উপরেই দোতলা বাড়ি বিক্রি, ভুল করেও করবেন না সুযোগ হাতছাড়া।

নিজস্ব প্রতিবেদন: মানুষের একেবারে প্রাথমিক আর মৌলিক চাহিদার মধ্যে রয়েছে বাসস্থানের চাহিদা। বাসস্থান ছাড়া কখনোই কিন্তু জীবনে এগিয়ে চলা সম্ভব নয়। কারণ একটা মানুষের যদি নির্দিষ্ট বাসস্থান না থাকে সেক্ষেত্রে বহু সমস্যা লক্ষ্য করা যায়। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে একটি বাড়ি বিক্রির বিজ্ঞাপন সম্পর্কে আলোচনা করব। মোটামুটি যারা একেবারে দুর্দান্ত লোকেশনের মধ্যে বাড়ির খোঁজ চালিয়ে যাচ্ছেন তারা সহজেই এই বিজ্ঞাপনটি নজরে রাখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আমাদের এই প্রতিবেদনটি শুরু করা যাক।

আজ আমরা যে বাড়িটি দেখাবো সেটা কিন্তু একেবারেই নতুন প্রপার্টি অর্থাৎ খুব বেশিদিন আগে বাড়িটি তৈরি করা হয়নি।। তিন কাঠা জমির উপরে এই ভিতরের বাইরের সুন্দর রং করা বাড়িতে অবস্থিত। দোতলা এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বেশ বড় সাইজের ডাইনিং এরিয়া এবং কিচেন। পাশাপাশি দুটো বারান্দাসহ বড় সাইজের বেডরুম আর বাথরুম।

এছাড়াও ঢুকেই সিঁড়ির ঘর এবং তার একধারে একটা স্টোর রুম পেয়ে যাচ্ছেন। এবার দোতলায় সিঁড়ি দিয়ে উঠেই আপনারা পেয়ে যাবেন একটা বড় রুম আর বারান্দা। সঙ্গে টয়লেট আর খোলা ছাদের বড় একটা অংশ লাগোয়া রয়েছে। বাড়িটার মাথা থেকে শুরু করে মেঝে পর্যন্ত খুব সুন্দর ভাবে বিভিন্ন রংয়ের কম্বিনেশন এর সাজানো হয়েছে। বাথরুমে কলের সমস্ত ফিটিংস আপনারা পেয়ে যাবেন।

বাড়ির সামনের এবং পেছনের অংশে যথেষ্ট জায়গা রয়েছে যেখানে ইচ্ছে হলে আপনারা কিন্তু ছোটখাটো বাগান ও তৈরি করে নিতে পারেন। বাড়িটির লোকেশন হলো চন্দননগর। কমবেশি আপনারা সকলেই কিন্তু এই চন্দননগর জায়গাটিকে চেনেন যেটি জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জার জন্য বিখ্যাত। চন্দননগর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই বাড়িটি অবস্থিত। এই বাড়িটির দাম রাখা হয়েছে ৪৮,৫০,০০০ টাকা। যদি আপনারা এই বাড়িটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে দেরি না করে নিচের দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করে নিতে পারেন।
Contact : Rajib (8240174758)

Back to top button