বাড়িতে থাকা জবা গাছের গোড়ায় রোজ দিন এই ঘরোয়া পদ্ধতিতে তৈরি সার, ঝরবে না একটিও কুঁড়ি

নিজস্ব প্রতিবেদন: আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কমবেশি জবা ফুলের গাছ রয়েছে। নিত্য দিনের পুজোয় বাড়িতে অথবা মন্দিরে এই জবা ফুলের চাহিদা বড্ড বেশি। বহু মানুষ রয়েছেন তাই আজকাল বাড়িতে কিন্তু জবা গাছের চাষ করে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই এই জবা গাছের পরিচর্যা করার জন্য একটি বিশেষ পদ্ধতিতে তৈরি সারের কথা আলোচনা করব যাতে গাছের কোন সমস্যাও থাকবে না আবার কুড়িও ঝড়ে পড়বে না।

আসলে জবা গাছের এই কুঁড়ি ঝড়ে পড়ার সমস্যাটা কিন্তু একটি বিশেষ সমস্যা যা শীতকালের সময়ে খুব বেশি দেখা যায়। তবে সঠিক পদ্ধতিতে যদি আপনারা পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে খুব সহজেই রেহাই পেতে পারবেন। চলুন এবার দেরি না করে আমাদের আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক।

মনে রাখবেন জবা গাছে আপনারা যত খাবার প্রয়োগ করবেন গাছ কিন্তু ততটাই গ্রহণ করে নেবে। গাছে যদি কোনো কারণে নাইট্রোজেনের বেশি প্রভাব পড়ে তাহলে পাতা বড় হয়ে যায় এবং গাছে কুড়ির পরিমান কমে যায়। তাই নাইট্রোজেন জাতীয় সার গাছে প্রয়োগের সময় অবশ্যই পরিমাপ বজায় রাখতে হবে।

এছাড়াও জল হল একটি গুরুত্বপূর্ণ বিষয়। জবা গাছে জল প্রয়োগের আগে আপনাদের কিন্তু অবশ্যই উপরের মাটির অবস্থা দেখে নিতে হবে। পাশাপাশি অবশ্যই গাছের পাতা মাঝে মাঝেই আপনাদের ছেঁটে ফেলতে হবে যাতে কুড়ি আস্তে কোন রকমের সমস্যা না হয়।। এবার এই বিশেষ সার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।

প্রথমে একটা প্লেট নিয়ে তার মধ্যে ২ চা চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিন। ব্যবহার না করা চা পাতা নেবেন এই ক্ষেত্রে। এবার আপনাকে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা। এটি থেকে আমরা গাছের জন্য পটাশ আর নাইট্রোজেন পেয়ে যাব যথেষ্ট পরিমাণে। তারপর একটা মগের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে এই দুটো উপকরণ আপনাদের সেখানে মিশিয়ে ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত রাখতে হবে যাতে পেঁয়াজ আর চা পাতার সমস্ত নির্যাস জলের মধ্যে চলে যায়।

এরপর এই তরল সার টাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আপনারা খুব সহজেই কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন আবার স্প্রে বোতলের সাহায্যে স্প্রেও করতে পারেন।। ব্যাস তাহলেই কুড়ি ঝড়ে পড়া থেকে শুরু করে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা সমস্ত ধরনের সমস্যা কিন্তু সহজেই দূর হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই বিশেষ প্রতিবেদন তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Back to top button