কলকাতার খুব কাছেই রাস্তার উপরে নতুন ঝা চকচকে দোতলা বাড়ি বিক্রয়, না দেখলে হবে চরম মিস

নিজস্ব প্রতিবেদন: বাড়ি হল মানুষের কাছে এমন একটি জায়গা যেটাকে একেবারে প্রাথমিক চাহিদা বলা যেতে পারে। আদিম যুগের মানুষ কিন্তু নিজেদের বাসস্থানের জন্য বিভিন্ন গাছের কোটর আর গুহা বেছে নিয়েছিল।তবে আধুনিক যুগের মানুষের পক্ষে এটা একেবারেই অসম্ভব। তাদের একটা নির্দিষ্ট বাসস্থান না থাকলে কিন্তু কোনোভাবেই চলবে না।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একটি দুর্দান্ত লোকেশনে রেডিমেড বাড়ির খোঁজ নিয়ে এসেছি। প্রথমেই জানিয়ে রাখি এই লোকেশন টির নাম হলো চন্দননগর। কলকাতা থেকে খুব কাছেই রয়েছে এই জায়গাটি। আপনারা হয়তো অনেকেই এই জায়গাটিকে চেনেন যা জগধাত্রী পুজোর জন্য ভীষণভাবে বিখ্যাত। চলুন এবার যে বাড়িটি বিক্রি সম্পর্কে জানাতে চলেছি সেটা সম্পর্কে একটু খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

১ কাঠা ১০ ছটাক জমির উপরে চন্দননগরের বোস পাড়ায় এই বাড়িটি অবস্থিত। বাড়িটির ফ্রন্ট রোড আপনারা পেয়ে যাচ্ছেন ১৬ ফুটের। ১৩৫০ স্কয়ার ফিটের এই বাড়িটিতে গ্রাউন্ড ফ্লোরে আপনার একটি দোকান পারপাস রুম, একটি বেডরুম, একটি ডাইনিং কাম লিভিং এরিয়া, একটি বাথরুম এবং কিচেন পেয়ে যাবেন।

ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে যথাক্রমে একটি করে রুম রয়েছে। ফার্স্ট ফ্লোর এর উপরেই আপনারা খোলা ছাদ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু কিচেন অথবা বাথরুম বা নিজেদের পছন্দ মত কোন রুম তৈরি করে নিতে পারবেন। বাড়িটিতে গাড়ি পার্ক করার জন্যও আপনাদের কোন সমস্যা হবে না। যেহেতু যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে তাই পার্কিং অথবা গার্ডেনিং এরিয়া আপনারা খুব সহজেই তৈরি করিয়ে নিতে পারবেন।

দক্ষিণমুখী এই বাড়িটি প্রায় ২২ বছরের পুরনো সম্পত্তি। দুর্দান্ত লোকেশনে অবস্থিত এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে ৩০ লক্ষ টাকা। বাড়িটির ভেতরের এবং বাইরের অংশ ও ভালোভাবেই রং করানো রয়েছে। তবে ভেতরের ফ্লোরিং কিন্তু সাধারণ। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা অনুযায়ী এটাকে কাস্টমাইজ করিয়ে মার্বেল অথবা টাইলস বসিয়ে নিতে পারেন। চন্দননগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে এই বাড়িটি। পাশাপাশি এখান থেকে মাত্র ৫০০ মিটারের মধ্যেই আপনারা পেয়ে যাবেন স্কুল, কলেজ, ব্যাংক, বাজার এবং অন্যান্য সুবিধা।

এই বাড়িটি থেকে মাত্র তিন কিলোমিটারের দূরত্বের মধ্যে রয়েছে দিল্লি রোড। এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার, অন্যদিকে কলকাতা এয়ারপোর্টের দূরত্ব ৪২ কিলোমিটার। যদি আপনারা এই বাড়িটি কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত কথা বলে নিতে পারেন।এই ধরনের আরো জমি অথবা বাড়ির খোঁজ পেতে নজর রাখতে থাকুন আমাদের পোর্টালের পাতায়।
Contact : 8240174758/8100094662.

Back to top button