কেউ বসে থাকবে না বেকার! মাত্র ১৫ হাজার টাকায় শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, প্রতিদিন ইনকাম হবে দুর্দান্ত

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে সাধারণ মানুষের কাছে অর্থ উপার্জনের জন্য দুটোই রাস্তা রয়েছে এর মধ্যে একটি হলো ব্যবসা এবং অন্যটি হলো চাকরি। যেহেতু এখন চাকরি ক্ষেত্রে নিয়োগ অনেকটাই কম তাই বেশিরভাগ মানুষই কিন্তু ব্যবসার কাজে ঝুঁকে পড়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি। আশা করছি এই ব্যবসাটি আপনাদের পছন্দ হবে এবং খুব সহজেই স্বল্প খরচে একজন মধ্যবিত্ত মানুষ হিসেবে আপনি শুরু করতে পারবেন।

আজ আমরা আপনাদের সাথে শেয়ার করুন এবং মোমবাতির ব্যবসার কথা যা মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকার ব্যয়ে শুরু করা যেতে পারে। এর জন্য আপনাকে শুধুমাত্র মোমবাতি বানানোর কিছু বিশেষ রকমের ডাইস কিনতে হবে। মনে রাখবেন প্রত্যেক মোমবাতি তৈরীর কিন্তু আলাদা আলাদা রকমের ডাইস থাকে।

সিম্পল মোমবাতি হলে আলাদা ,ছোট বা বড় মোমবাতি হলে আলাদা এবং প্যাঁচানো অর্থাৎ ডিজাইনার মোমবাতি হলে আলাদা। ঘর সাজানো থেকে শুরু করে যে কোন ধরনের ডেকোরেশন অথবা পুজোর সময় এই মোমবাতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। সেক্ষেত্রে এই ব্যবসাই কিন্তু কোন লোকশান নেই এবং গ্রাম শহর নির্বিশেষে নিশ্চিন্তে পাঠকরা এই ব্যবসা শুরু করতে পারেন। মোমবাতি তৈরীর আলাদা মেশিন পাওয়া যায় তবে যেহেতু আপনারা একেবারে স্বল্প খরচে ব্যবসা শুরু করতে চান তাই ডাইস নিয়ে কাজ শুরু করলেই হবে।

এই ব্যবসা শুরু করার জন্য কিন্তু আপনাদের বিশেষ কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না। তবে যাতে ভবিষ্যতে সমস্যা না হয় সেজন্য ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারেন। আশা করছি আমাদের আজকের এই প্রতিবেদনটা আপনাদের অনেকটাই সহায়তা করবে। ব্যবসা শুরু করতে আগ্রহী থাকলে নিজের দেওয়া কোম্পানির ঠিকানায় যোগাযোগ করতে পারেন।

Super Art
Prop – Mr.Alokesh Roy
Khirish tala, Sonarpur.
Kolkata – 700150
Contact – 9002886369/8335815276.

Back to top button