বাড়ির ছাদে বা উঠোনে খুব সহজেই এইভাবে লাগান কলার চারা, মাত্র কয়েকদিনেই দ্বিগুণ হারে বাড়বে গাছ









নিজস্ব প্রতিবেদন: কলা হলো আমাদের সকলেরই একটি অত্যন্ত পছন্দের ফল। দুপুরে খাবার পর অথবা ব্রেকফাস্টে অনেকেই কিন্তু কলা খেয়ে থাকেন। বাজার থেকে এই ফল না কিনে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে এটা চারা গাছ লাগিয়ে তৈরি করে নিতে পারেন। কলা গাছের চারা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।
কিভাবে কলার চারা তৈরি করে গাছ বড় করবেন?
প্রথমেই কলার কাঁদি থেকে একটা মোচা আপনাদের যত্ন সহকারে কেটে আনতে হবে। তারপর পর পর বেশ কয়েকটা এলোভেরা পাতা কেটে নিন আর একটা পেঁয়াজ নিয়ে নিন। এবার অ্যালোভেরা পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। যে মাটির মধ্যে আপনারা গাছ রোপন করতে চান তার মধ্যে এই কুচি করে কেটে নেওয়া অ্যালোভেরা পাতাগুলো দিয়ে দেবেন। তারপর পেঁয়াজটাকেও ঠিক একই রকম ভাবে আপনাদের স্লাইস করে কেটে ওই মাটির মধ্যে দিয়ে দিতে হবে। মাটির সাথে এই দুটো উপকরণকে একসঙ্গে মিশিয়ে একটা বড় টবের মধ্যে নিয়ে নিন।




এবার কলার কাঁদি থেকে যে মোচা কেটে নিয়ে এসেছিলেন তার ডালের মত অংশটাকে একটু চেঁছে নিতে হবে। এবার এই জায়গাটাতে একটু অ্যালোভেরা পাতা নিয়ে জেলের অংশটা ঘষে দেবেন। টবের মধ্যে যে মাটিটা রেখেছিলেন তার মাঝখানে একটু গর্ত করে মোচাটাকে পুঁতে দিতে হবে। তারপর পরিমাণ মতো জল ছিটিয়ে একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে এটাকে ঢেকে রাখবেন এবং তার উপরে কলা গাছের বড় পাতা চাপা দিয়ে দেবেন যাতে ছায়া হয়ে যায়। এবার মোটামুটি পরবর্তী বেশ কয়েকদিন আপনাকে অপেক্ষা করতে হবে যাতে এই মোচা থেকে সহজেই চারা গাছ বেরিয়ে আসতে পারে এবং আপনারা সেটাকে রোপন করতে পারেন।
বেশ কয়েকদিন পর প্লাস্টিকের ঝুড়ির অংশটি সরিয়ে নেবেন এবং দেখবেন চারা গাছ বেরিয়ে এসছে কিনা। ব্যাস তারপর এটাকে যত্ন সহকারে আপনাকে রোপন করে দিতে হবে। গাছ মাটিতে প্রতিস্থাপন করার পর অবশ্যই পরিমাণ অনুযায়ী জল দিতে ভুলবেন না। বেশ আলো ছায়াযুক্ত স্থানে এটাকে রাখতে হবে, যাতে কোন রকমের ক্ষতি না হয়।। তাহলেই ধীরে ধীরে কলাগাছ বেড়ে উঠবে এবং আপনাকে বাম্পার ফলন দেবে।











