ত্বক থাকবে সফট এবং উজ্জ্বল! রোজ মাখুন ঘরোয়া উপায়ে কমলালেবুর খোসা দিয়ে তৈরি এই দুর্দান্ত কার্যকরী সাবান









নিজস্ব প্রতিবেদন: শীতকালে সব থেকে বেশি যে ফলটি মানুষ খেতে ভালোবাসেন তা হল কমলালেবু। সাধারণত কমলালেবু খাওয়ার পরে আমরা খোসা ফেলে দিয়ে থাকি। তবে আপনারা হয়তো অনেকেই জানেন না এই খোসা দিয়ে খুব সহজেই কিন্তু সাবান বানিয়ে সেটা ব্যবহার করা যেতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই পদ্ধতিই আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। চলুন তাহলে সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কিভাবে কমলা লেবুর খোসা থেকে আপনারা সাবান বানাতে পারেন সম্পূর্ণ ঘরোয়া উপায়ে।
কিভাবে কমলালেবুর খোসা থেকে সাবান বানাবেন?
লেবুর খোসা থেকে সাবান বানানোর জন্য আপনাদের প্রথমেই খোসার গায়ে যে সাদাটে অংশটা থাকে সেটাকে চামচের সাহায্যে যতটা সম্ভব ছাড়িয়ে নিতে হবে। তারপর খোসাগুলোকে একটা বাটির মধ্যে ছোট ছোট টুকরো করে নিন। এবার এই খোসার টুকরোগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিন এবং তাতে অল্প পরিমাণে জল যোগ করুন।




এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিন। অবশ্যই কিন্তু সাদা অংশটা বাদ দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর একটা কালার আসবে পেস্ট তৈরি করার পরে। এবার সাবান তৈরি করার জন্য আপনাদের নিয়ে নিতে হবে পিয়ার্স সাবান। চাইলে আপনারা বিকল্প হিসেবে সোপবেস ও ব্যবহার করতে পারেন।




পিয়ার্স সাবানটাকে এবার ছুরির সাহায্যে টুকরো অথবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। এবার একটা সসপ্যান এর মধ্যে এই সাবানের টুকরোটাকে নিয়ে নিন। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নিন । জল যখন ফুটতে শুরু করবে তখন সাবানসহ সসপ্যানটাকে আপনাদের এর উপরে বসিয়ে দিতে হবে। চামচ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে সাবানটাকে গলিয়ে নিন। সাবান কিন্তু সরাসরি কখনোই গরম করবেন না, এভাবে জলের মাধ্যমে গরম করতে হবে।
সাবান গলে যাবার পরে যে কমলালেবুর পেস্ট আপনারা তৈরি করে রেখেছিলেন সেই খোসার পেস্টটাকে এর মধ্যে যোগ করে দিতে হবে। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার পরে একটা মোল্ড অথবা কাছের বাটির মধ্যে এটাকে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। খুব সহজেই কিন্তু মিশ্রণটা জমাট বেঁধে কমলালেবুর খোসা থেকে সাবান তৈরি হয়ে যাবে যা সহজেই আপনারা ডেইলি বেসিসে ব্যবহার করতে পারবেন। তাহলে এবার থেকে আর কমলালেবুর খোসা না ফেলে দিয়ে এভাবে ঝটপট বাড়িতে সাবান তৈরি করে নেবেন।











