একদম সামান্য পুঁজিতে শুরু করুন এই দুর্দান্ত ও ইউনিক ব্যবসা, সারা জীবনেও কখনো হবে না অর্থের অভাব

নিজস্ব প্রতিবেদন: ব্যবসা অনেক ধরনের হয়ে থাকে, তবে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য সেই ব্যবসাটাই সবথেকে বেশি প্রয়োজন যেখানে বিনিয়োগ কম। কারণ কোন ব্যবসার কাজে যদি বিনিয়োগ বেশি হয়ে থাকে এবং পরবর্তীতে সেই ব্যবসাটা লোকসানের মুখোমুখি পরে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়।

যারা বংশানুক্রমে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের খুব একটা অসুবিধা হয় না এখানে।। তবে যদি আপনি নতুন ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। আজ আমরা আপনাদের সাথে এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করে নেব যেটা মাত্র ১৭ হাজার টাকায় আপনারা শুরু করতে পারবেন। চলুন সময় নষ্ট না করে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পেপার প্লেট মেকিং এর ব্যবসা:

শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আজ আমরা পেপার প্লেট তৈরির কথা বলতে চলেছি। যেখানে ম্যানুয়াল মেশিন ব্যবহার করার কথা আমরা বলব প্রাথমিকভাবে। এই মেশিনটির দাম পড়বে ১৭ হাজার টাকা। এখানে তিন ইঞ্চি থেকে ১২ ইঞ্চি পর্যন্ত ডাইস আপনারা লাগাতে পারবেন। অর্থাৎ ডাইসের হিসেব অনুযায়ী এখানে একটা ছোট ফুচকা খাওয়ার বাটি থেকে শুরু করে বড় প্লেট খুব সহজেই তৈরি করা যাবে অল্প সময়ের মধ্যে। যদি আপনাদের পুঁজি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ম্যানুয়াল মেশিন এর বদলে সেমি অটোমেটিক বা ফুললি অটোমেটিক মেশিনও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন।।

প্লাস্টিকের বিকল্প হিসেবে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই পেপার প্লেট মানুষের কাছে কতটা প্রয়োজনীয় জিনিস তা কম বেশি আপনারা সকলেই জানেন। দেশের বিভিন্ন অংশেই গ্রাম শহর নির্বিশেষে এই ব্যবসার কাজ আপনারা শুরু করতে পারবেন।। একবার এই ব্যবসা দাঁড়িয়ে গেলে কখনোই কিন্তু আপনাকে লোকসানের মুখোমুখি হতে হবে না এ কথা একেবারে নিশ্চিন্তে বলা যায়। এই ব্যবসা থেকে আপনারা কয়েক লক্ষ টাকার কাছাকাছি পর্যন্ত উপার্জন করতে পারবেন। ট্রেড লাইসেন্স ছাড়া আর কোন বিশেষ লাইসেন্স এর দরকার হবে না এ ক্ষেত্রে।

যদি আপনারা ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে যোগাযোগ করে ব্যবসা শুরু করার জন্য মেশিন আর অন্যান্য কাঁচামাল কিনতে চান সেক্ষেত্রে নিচের দেওয়া ঠিকানায় কথা বলে নিতে পারেন। এখানে এই সমস্ত সুবিধা ছাড়া কিন্তু
ফ্রি ইনস্টলেশন থেকে শুরু করে প্রশিক্ষণ সবকিছুই পেয়ে যাবেন।

Indian machinery and engineering works
Kolkata, Sodepur,prajatantrapally.
Contact : 8597204256/8420746487/9748205909.

Back to top button