কলকাতার একদম কাছেই দুর্দান্ত লোকেশনে খুব সস্তায় এই দোতলা সুন্দর বাড়ি বিক্রি, না দেখলে মিস করবেন গ্যারান্টি









নিজস্ব প্রতিবেদন: জমি অথবা বাড়ি ক্রয় বিক্রয় করা এখন মানুষের কাছে একটা খুব সাধারণ ব্যাপার। বিশেষ করে যারা দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেদের বাড়ি তৈরি করার সময় পেয়ে ওঠেন না তারা কিন্তু খুব সহজেই বিভিন্ন পুরনো অথবা নতুন রেডিমেড বাড়ি কিনে নেওয়ার চেষ্টা করেন। তবে বাড়ি কিনব, বললেই তো আর কেনা হয় না। তার জন্য আপনাদের অবশ্যই পরিবেশ আর বাজেট দুটোই দেখে নিতে হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনে সমস্ত দিক বিবেচনা করে পাঠকদের সুবিধার্থে আমরা নিয়ে চলে এসেছি দুটো প্রপার্টির বিজ্ঞাপন। আপনারা যারা সম্প্রতি বাড়ি কেনার কথা চিন্তা-ভাবনা করছেন তারা অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে পারেন।
আজকে আমরা প্রথমেই বলবো বৈঁচিগ্রামের কথা। মেমারি থেকে দুই স্টপেজ আগে রয়েছে এই স্টেশনটি। এখানে একটি দোতলা বাড়ি রয়েছে, তবে এটি প্রায় ১৫ থেকে ২০ বছর আগের সম্পত্তি। স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে আড়াই কাঠা জমির উপর এই বাড়িটি রয়েছে। অতএব পরিবেশ নিয়ে আপনাদের নিশ্চয়ই স্পষ্ট ধারণা তৈরি হয়ে গেছে। বাজার থেকে শুরু করে স্টেশন সবকিছুই আপনারা রীতিমতো ঢিলছোড়া দূরত্বে পেয়ে যাবেন।




তবে অবশ্যই বাড়িটা আপনাকে একটু ভেতরের দিকে আর বাইরের দিকে রং করে মেন্টেনেন্স করে নিতে হবে। বাড়িতে সাধারণ ফ্লোরিং রয়েছে আপনারা চাইলে কিন্তু নিজেদের ইচ্ছেমতো মার্বেল ফিনিশিংও দিয়ে দিতে পারেন। বাড়িটিতে ৫টি বেড রুম, দুটি বাথরুম, দুটি কিচেন এবং বারান্দা রয়েছে।সমস্ত দিক বিবেচনা করে বাড়িটির দাম রাখা হয়েছে ২০ লক্ষ টাকা।
এবার যে দ্বিতীয় জমিটি আপনাদের দেখাবো সেটা অবস্থিত বিড়াতে। বারাসাতের তিন থেকে চারটি স্টেশন পরে এই জায়গাটি অবস্থিত। এখানে মোট জমির পরিমাণ চার কাঠা এবং তিন দিকে রাস্তা রয়েছে। দুটি ছ ফুট এবং একটি আট ফুটের রাস্তা। জমিটির দাম রাখা হয়েছে ২০ লক্ষ টাকা। যদি আপনারা ক্রেতা হিসেবে যোগাযোগ করতে আগ্রহী থাকেন বা অন্য কোন বিস্তারিত তথ্য জানতে চান সে ক্ষেত্রে নিজের নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact – 9330887554
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন – https://youtu.be/yVi4H_Q9JDY











