কোটিতে ১জন করে এই গোপন ব্যবসা! জিনিসের এতো চাহিদা যে কাস্টমার খুঁজবে আপনাকে, জেনে নিন বিস্তারিত।

নিজস্ব প্রতিবেদন: আপনি কি সম্প্রতি একটি ব্যবসা শুরু করার কথা চিন্তাভাবনা করছেন? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটা শুধুমাত্র আপনাদের জন্য। কারণ আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি ব্যবসার আইডিয়া শেয়ার করে নিতে চলেছি যা কমবেশি দেশের প্রতিটি অংশে গ্রাম শহর নির্বিশেষে চলবে।।

বিশেষ করে যদি আপনারা সঠিক পদ্ধতিতে এই ব্যবসার কাজ শুরু করতে পারেন তাহলে তো আর চিন্তাই নেই। এই ব্যবসা শুরু করার জন্য কিন্তু বিশাল কোন বড় অংকের মূলধন প্রয়োজন পড়বে না। চলুন তাহলে দেরি না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক। আশা করছি আজকের এই প্রতিবেদনটা আপনাদের এগিয়ে আসতে অনেকটাই সাহায্য করবে। আজ আমরা আপনাদের বলব পেরেক তৈরির ব্যবসার কথা।

War nail বা পেরেক তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন?

এই ব্যবসাটি শুরু করার জন্য আপনাদের শুধুমাত্র একটি মেশিনের প্রয়োজন হবে। ঘন্টায় প্রায় ৫০০ থেকে ৬০০ কেজি পর্যন্ত প্রোডাকশন দিতে পারবে এই মেশিন। মোটামুটি হাফ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত পেরেক আপনারা এখানে তৈরি করে ফেলতে পারবেন। তবে পাঠকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি তিন ইঞ্চি পর্যন্ত পেরেক আপনারা বাড়ির নরমাল ইলেকট্রিসিটিতে মেশিন চালিয়ে করতে পারবেন।

কিন্তু তিন ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত পেরেক তৈরি করতে গেলে আপনাদের কিন্তু একটা কমার্শিয়াল লাইন নিতে হবে। বর্তমান সময়ে এই পেরেক তৈরির ব্যবসা কিন্তু ভীষণ জনপ্রিয়। যদিও খুব বেশি মানুষ এই ব্যবসার সঙ্গে যুক্ত নেই তাই এতে বাজারে প্রতিদ্বন্দ্বিতা অনেকটাই কম। ঘর বাড়ি তৈরি থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি কাজে কিন্তু পেরেকের প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি থেকে শুরু করে সব জায়গাতেই রয়েছে এর চাহিদা। সুতরাং কখনোই এই পণ্য নিয়ে আপনাদের বিক্রিজনিত সমস্যায় পড়তে হবে না।এবার আসা যাক মেশিনের দাম এবং অন্যান্য বিষয়ে।

মূলধন এবং লভ্যাংশ:
পেরেক তৈরির মেশিন আপনারা পেয়ে যাবেন ২ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে। এটা হল প্রাথমিক দাম অর্থাৎ এরপর বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী আরো বেশ কিছু দামের মেশিন আপনাদের হাতে আসতে পারে। তবে যদি প্রাথমিক অবস্থায় এই ব্যবসা শুরু করতে চান অল্প মূলধনে সেক্ষেত্রে এটাই সবথেকে ভালো। এখানে প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনাদের প্রায় ৪০ থেকে ৫০ টাকার কাছাকাছি খরচ পড়বে এবং বাজারে আপনারা এগুলো ৮০ টাকা পর্যন্ত দামে বিক্রি করতে পারবেন।

যারা এই ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন তারা খুব সহজেই নিচের দেওয়া ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিন কিনে নিতে পারেন। মেশিনের ইনস্টলেশন থেকে শুরু করে চালানোর প্রশিক্ষণ সবকিছুই কিন্তু এই ইউনিট থেকে বিনামূল্যে পেয়ে যাবেন ব্যবসায়ীরা। এমনকি মেশিন খারাপ হয়ে গেলে বা কোন রকমের সমস্যা দেখা দিলে আপনার এই ইউনিট থেকে স্পেয়ার পার্টসও কিনতে পারবেন।

Factory Name – Royal business industries.
4th lane anandalok, bablatala, Gopalpur, Rajarhat, Kolkata
West Bengal -700136
Landmark – BSNL telephone exchange/allahabad bank.
Contact – 8697388832/9073697209

Back to top button