কলকাতার খুব কাছেই প্রপার লোকেশনে চার বেডরুম সহ খুবই সস্তায় দোতলা বাড়ি, না দেখলে হবে আপনার লস









নিজস্ব প্রতিবেদন: আমাদের প্রাথমিক চাহিদার মধ্যেই রয়েছে খাদ্য বস্ত্র এবং বাসস্থানের চাহিদা। সারাদিনের খাটাখাটনির পরে যদি আপনারা একটি নিজস্ব বাসস্থান না পান যেখানে একটু আশ্রয় হবে তাহলে কেমন লাগবে ভাবুন তো? মূল্যবৃদ্ধির বাজারে বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বাড়ি তৈরি করা কিন্তু একেবারেই চারটিখানি কথা নয়। তাই বেশিরভাগ ক্ষেত্রেই এখনকার দিনে মানুষ নির্ভর হয়ে পড়েছেন রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট এর উপরে।
তবে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে পরিবেশ অনেকটাই বদ্ধ প্রকৃতির হয়। যে কারণে অনেকেই কিন্তু তা নিতে চান না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে তাই দুর্দান্ত লোকেশনে একটা বাড়ি বিক্রি সম্পর্কে আলোচনা করব যেটা কমবেশি সকলেরই ভালো লাগবে।। যদি আপনারা সম্প্রতি বাড়ি কিনতে আগ্রহী রয়েছেন সে ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে ভুলবেন না।




আজ আমরা যে বাড়ি বিক্রির কথা বলব সেটি চন্দননগরের মান্নাবাগান এলাকায় অবস্থিত রয়েছে। এখানে মোট জমির পরিমাণ হল ১ কাঠা ১২ ছটাক। বাড়িটি দোতালা যার মধ্যে চারটি বেডরুম,২টি টয়লেট এবং একটি কিচেন রয়েছে। পাশাপাশি এখানে দুটো বড় সাইজের ব্যালকনি বা বারান্দা পেয়ে যাবেন আপনারা।
মাত্র পাঁচ বছর আগে এই বাড়িটির কাজ শেষ হয়েছে সুতরাং এটাকে কিন্তু পুরনো বাড়ি একেবারেই বলা চলে না। বাড়িটির কাগজপত্র সম্পূর্ণ আপ টু ডেট অবস্থায় রয়েছে সুতরাং ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে আপনারা লোন নিয়ে নিতে পারবেন সহজেই। পাশাপাশি এই বাড়িটির সামনে রয়েছে একটি ১৬ ফুটের চওড়া রাস্তা।




যেকোনো বড় গাড়ি সহজেই এখানে প্রবেশ করে যাবে। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এলাকাটা কিন্তু একেবারেই খারাপ নয়। মাত্র ৫০০ মিটারের মধ্যে এখান থেকে আপনারা পেয়ে যাবেন চন্দননগর স্টেশন। এছাড়া একেবারে হাতের মুঠোয় স্কুল কলেজ থেকে শুরু করে ব্যাংক, এটিএম এবং বাজার সবকিছুই এখানে পেয়ে যাবেন।
এই বাড়িটি থেকে মাত্র ৩৩ কিলোমিটার অতিক্রম করলেই আপনারা পেয়ে যাবেন হাওড়া স্টেশন এবং ৪২ কিলোমিটার এর মধ্যে থাকছে দমদম এয়ারপোর্ট। কলকাতার খুব কাছেই একেবারে প্রপার লোকেশনের মধ্যে এই বাড়িটি নিতে চাইলে আপনারা সময় নষ্ট না করে দ্রুত যোগাযোগ করুন। বাড়িটির দাম রাখা হয়েছে সমস্ত দিক বিবেচনা করে মাত্র ৪৫ লক্ষ টাকা।
For buy contact: 8240174758(Rajib)/8910254563(Sushaman).











